সব মনে রাখা হবে
- দজিয়েব ২৯-০৪-২০২৪

তোমরা রাত লিখতে পারো, আমরা চাঁদ লিখি
তোমরা জেলে ভরে রাখো আমাদের
আমরা স্লোগান লিখি;
তোমরা মামলা লেখো আমাদের নামে-
আমরা আরো লিখব বলে প্রস্তুত হয়ে আছি৷

যদি মেরে ফেলো আমাদের
ভূত হয়ে লিখে যাব
আমরা খুনের সমস্ত প্রমাণ লিখে যাব।
তোমরা বিচারের নামে প্রহসন লিখে যাবে
আমরা রাস্তায়-রাস্তায়, দেয়ালে-দেয়ালে ন্যায় লিখব৷
এতোটাই জোরে চিৎকার করে বলব
বধিরেরও কান ফেটে যাবে
এতোটাই স্পষ্ট অক্ষরে লিখব
অন্ধেরও চোখ জ্বলে যাবে৷

তুমি কালো ফুলের মালা সাজাও
আমরা লাল গোলাপ দিয়ে যাব,
তুমি মাটি ফেঁড়ে জুলুম লেখো
আমরা আকাশ রাঙাব বিপ্লবে।
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে।

তোমরা লাঠি আর গুলির আঘাতে
আমাদের যেসব বন্ধুকে হত্যা করেছ
তাঁদের নাম মনে রাখা হবে,
হৃদয় চুরমার করে মনে রাখা হবে।
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে।

আমি জানি
আমি জানি তোমরা ইতিহাস ভরে দেবে মিথ্যা লিখে লিখে;
আমাদের রক্ত দিয়ে হলেও সত্য নিশ্চিত লেখা হবে৷
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে।

দিনে-দুপুরে মোবাইল টেলিফোন ইন্টারনেট বন্ধ করে
শীতার্ত রাতে পুরো শহরকে বন্দী করে
অস্ত্র হাতে আমার ঘরের মধ্যে ঢুকে
তুমি আমার সাজানো-গোছানো ছোট্ট জীবনটাকে
তছনছ করে দিয়ে গেছো;
আমার চোখের মণি, আমার হৃদয়ের টুকরো-
আমার হৃদয়ের টুকরোটাকে প্রকাশ্যে পিটিয়ে
তুমি নির্লজ্জ হেসেছ জনসম্মুখে দাঁড়িয়ে।
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে।

দিনেরবেলায় সামনে এসে মিষ্টিমিষ্টি কথা বলো,
'সবকিছু শান্ত' বলে গলা উঁচিয়ে ভাষণ দাও;
রাত নামলেই অধিকার চাইতে আসা মানুষগুলোর
বুকের উপর ঝাপিয়ে পড়ো,
লাঠি চালাও গুলি চালাও-
আমাদের উপর হামলা করো;
তারপর আমাদেরকেই হামলাকারী বলে ঘোষণা দাও।
সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে ।

আমার হাড় চিরে লিখে যাব তোমাদের সব কীর্তি
আমার কাছে চাচ্ছ আমার জন্ম নেয়ার পঞ্জি;
আমার অস্তিত্বের প্রমাণ তোমাকে অবশ্যই দেয়া হবে
এই যুদ্ধ তোমার শেষ নিশ্বাসেও লড়ে যাওয়া হবে৷
সবকিছু মনে রাখা হবে।

এও মনে রাখা হবে কি কি ভাবে তোমরা
দেশটাকে ভেঙে ফেলার ষড়যন্ত্র করেছ;
এও মনে রাখা হবে আমরা কতোটা আপ্রাণভাবে
দেশটাকে বাঁচানোর চেষ্টা করে গেছি।
আর যতবার পৃথিবীতে কথা হবে ভীরুতার
তোমাদের কাজের কথা মনে করা হবে৷

পৃথিবীতে যখনই কথা হবে আদর্শ জীবনের
আমাদের নাম নেয়া হবে
আমাদের নাম নেয়া হবে যে কিছু মানুষ ছিল,
কিছু মানুষ ছিল যাদের মনোবল ভাঙেনি হাতুড়ির আঘাতেও;
কিছু মানুষ ছিল যাঁরা অর্থের বিনিময়ে বিবেককে বেচেনি,
যেমনটা বিকে গেছ তোমরা;
কিছু মানুষ ছিল যারা টিকে ছিল নূহের প্রলয়ের শেষেও
কিছু মানুষ ছিল যারা বেঁচে ছিল মৃত্যুর পরেও।

এমনকি চোখ যদি ভুলে যায় ফেলতে পলক
ভূমি যদি ভুলে যায় ঘুরতে গোলক
তবু মনে রাখা হবে;
তবু মনে রাখা হবে আমাদের স্বাধীনতাকে
কিভাবে পরাধীন করেছ তোমরা,
আমাদের গলা ফাটানো চিৎকার
মনে রাখা হবে৷

তোমরা রাত লিখতে পারো, আমরা চাঁদ লিখি
তোমরা জেলে ভরে রাখো আমাদের
আমরা স্লোগান লিখি;
তোমরা মামলা লেখো আমাদের নামে
আমরা আরো লিখব বলে প্রস্তুত হয়ে আছি৷

যদি মেরে ফেলো আমাদের
ভূত হয়ে লিখে যাব
আমরা খুনের সমস্ত প্রমাণ লিখে যাব।
তোমরা বিচারের নামে প্রহসন লিখে যাবে
আমরা রাস্তায়-রাস্তায়, দেয়ালে-দেয়ালে ন্যায় লিখব৷
এতোটাই জোরে চিৎকার করে বলব
বধিরেরও কান ফেটে যাবে
এতোটাই স্পষ্ট অক্ষরে লিখব
অন্ধেরও চোখ জ্বলে যাবে৷

তুমি কালো ফুলের মালা সাজাও
আমরা লাল গোলাপ দিয়ে যাব
তুমি মাটি ফেঁড়ে জুলুম লেখো
আমরা আকাশ রাঙাব বিপ্লবে।

সব মনে রাখা হবে
সবকিছু মনে রাখা হবে
যেন তোমাদের নামে আজীবন অভিশাপ দেয়া যায়
যেন তোমাদের দুর্গন্ধ শরীরে কালিমা লেপে দেয়া যায়
তোমাদের নাম, তোমাদের দেহ তাই সংরক্ষিত রবে।
সবকিছু মনে রাখা হবে৷

-সব মনে রাখা হবে, দজিয়েব।
২৯.০২.২০২০
আমির আজিজের 'সব ইয়াদ রাখা যায়েগা' কবিতার অনুবাদ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।